ফেসবুক এবং ইনস্টাগ্রামে ইচ্ছামত পোস্ট করুন নতুন সফটওয়্যার দিয়ে | Daily Status Post on Facebook or Instagram 2025

daily status,daily status app,daily status earning app,daily status app kaise use kare,daily status app kaise chalaye,daily
BH Tech Pro

 


আসসালামু আলাইকুম Mixzonebd এর পক্ষ থেকে সবাই কে স্বাগতম। 
আপনারা হয়তো ফেসবুক ইনস্টাগ্রাম এর মধ্যে অনেকে নিয়মিত পোস্ট করে থাকেন। 
কিন্তু অনেক খোঁজাখুঁজি করে ভালো পোস্ট আপনারা সঠিকভাবে পান না। 
তাই আপনাদের কথা চিন্তা করে নতুন একটি অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানাবো। 
আর এই অ্যাপস এর মধ্যে অসংখ্য নতুন নতুন পোস্ট পেয়ে যাবেন। এবং এই অ্যাপসের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরিও রয়েছে।

তো অ্যাপটির নাম হচ্ছে Daily Status.....

✪তো অ্যাপটি ইন্সটল করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন 


✪এরপর প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন 👇


উপরে স্ক্রিনশট অনুযায়ী এই অ্যাপটি ইন্সটল করে নিবেন। 

✪তো এবার অ্যাপটি ওপেন করে নিবেন এবং লগিন উইথ গুগল দিয়ে যেকোনো মেইল দিয়ে লগইন দিবেন। 


✪তো এইবার আপনাকে ল্যাংগুয়েজ সেট করতে হবে যেহেতু আমাদের বাংলা পোস্ট দরকার তাই আমরা বাংলা সিলেক্ট করে দিব 


✪তো এইবার আপনাদের ডিভাইসে অ্যালাউ চাইলে এলাও করে দিবেন 👇


✪তো এবার আপনারা চাইলে আপনাদের প্রোফাইলটা সেটআপ করে নিতে পারেন। সেটআপ করার জন্য নিজে স্ক্রিনশট দেখানো অনুযায়ী অপশনে সিলেক্ট করুন 👇


✪তো এইবার আপনার ইনফরমেশন গুলো দিয়ে সেভ দিবেন। 👇


✪তো আমাদের যেহেতু একটি পোস্ট এডিট করতে হবে মানে ছবি এবং নাম লিখতে হবে সেহেতু ব্যাক করে এসে যে কোন একটি পোস্টে ক্লিক করবেন 


এবার এডিট করার পালা। 

✪যেহেতু এখানে পেইড ভাবে কাজ করতে হয় তাই আমরা ফ্রিতেই এখান থেকে কাজ করব। 

ফ্রিতে কাজ করার জন্য অবশ্যই তাদের অ্যাড দেখতে হবে 

এবং এইখানে দুই ভাবে এডিট করা যায় একটা হচ্ছে পার্সোনাল এবং দ্বিতীয় টা হচ্ছে বিজনেস 

আপনারা আপনাদের মন মত এটাকে সিলেট করে নেবেন। 


✪তো উপরে স্ক্রিনশট দেখানো অনুযায়ী এখানে সকল ইনফরমেশন গুলো দিবেন। 

এবং আপনারা চাইলে এটা ছোট বড় এবং ছবি লাগাতে পারেন। 

এবং পোষ্টের উপরে কর্নার সাইটে দেখেন ওয়াটার মার্ক রয়েছে। 

তো সেটি রিমুভ করতে চাইলে ওয়াটার মার্কের ক্রস আইকনে ক্লিক করতে হবে এবং একটি অ্যাড দেখার পরে সেটি রিমুভ হয়ে যাবে। 

তারপর আপনারা সেইভ অপশনে ক্লিক করে ছবিটি সেভ করে নিয়ে ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন। 


আশা করছি আপনাদের এই সফটওয়্যারটি অনেকেরই উপকারে আসবে। 

এরকম আরো নতুন নতুন পোস্ট পেতে Mixzonebd এর পাশেই থাকুন। 

ধন্যবাদ। 

🔴 আমাদের ইউটিউব চ্যানেল : Bh Tech Pro


Rate This Article

Thanks for reading: ফেসবুক এবং ইনস্টাগ্রামে ইচ্ছামত পোস্ট করুন নতুন সফটওয়্যার দিয়ে | Daily Status Post on Facebook or Instagram 2025 , Stay tune to get latest Blogging Tips.

Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.