Capcut এ কি কি ফিচার পাচ্ছেন? ভিডিও এডিটিং টুলস
- ট্রিম & কাটঃ ভিডিও ক্লিপের শুরুর বা শেষের অংশ কাট করতে পাবেন সহজেই।
- স্প্লিটঃ একাধিক অংশে ভিডিও স্প্লিট করতে পারবেন বা ভাগ করতে পারবেন।
- স্প্লিটঃ ভিডিও ফ্রেম রোটেট করতে বা নির্দিষ্ট অংশে কেটে ফেলতে পারবেন।
- রিভার্সঃ ভিডিও রিভার্স ভাবে প্লে করতে বা ইডিট করতে পারবেন। এটা সাধারণত মজার এফেক্ট তৈরি করে থাকে।
- স্পিড কন্ট্রোলঃ ভিডিওর স্পীড কন্ট্রোল করতে পারবেন। যেমনঃ স্লো মোশন বা ফাস্ট মোশন।
- কালার গ্রেডিংঃ ভিডিওর কালার টোন ইডিট বা চেঞ্জ করতে পারবেন। যেমনঃ ব্রাইটনেস, কনট্রাস্ট, স্যাচুরেশন ইত্যাদি সুইট্যাবল করা।
এফেক্টস & ফিল্টারস
- ভিডিও এফেক্টসঃ বিভিন্ন ধরনের এফেক্ট যেমন গ্লিচ, ব্লার, ফিজিক্যাল ইফেক্টস যেমনঃ ফায়ার, ধোঁয়া ও বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে পারবেন খুব সহজেই।
- ফিল্টারসঃ ভিডিওর একটি নির্দিষ্ট টোন বা ফিল্ম স্টাইল দেওয়ার জন্য ফিল্টার ব্যবহার করতে পারবেন। যেমনঃ ভিনটেজ বা নস্টালজিক ফিল্ম লুক।
- অ্যানিমেশন – ভিডিও, পিকচার বা টেক্সটের অ্যানিমেশন তৈরি করতে পারবেন।
টেক্সট & সাবটাইটেল
- টেক্সট ইডিটিংঃ বিভিন্ন ধরনের স্টাইলিশ টেক্সট অ্যাড করতে পারবেন ভিডিও তে, তাও কাস্টমাইজেবল ফন্ট এবং কালার সহ।
- অ্যানিমেটেড টেক্সটঃ ডাইনামিক টেক্সট যোগ করতে পারবেন ভিডিও তে যা মুভ করতে পারবে ভিডিওর বিভিন্ন জায়গায়।
- সাবটাইটেল জেনারেটরঃ অটো ক্যাপশন তৈরি করার জন্য এর উন্নত এআই টেক্সট অটো ডিটেক্ট করে থাকে, যা আপনার জন্য অত্যন্ত কাজের হতে পারে। এছাড়া আপনি ম্যানুয়ালি ও সাবটাইটেল অ্যাড করতে পারবেন।
গ্রাফিক্স & স্টিকার
- স্টিকার ও ইমোজিঃ ভিডিওতে মজার মজার বা ক্রিয়েটিভ স্টিকার অ্যাড করতে পারবেন।
- এলিমেন্টসঃ গ্রাফিকাল এলিমেন্ট অ্যাড করতে পারবেন। যেমনঃ লাইন, শেপ, ফিগার ইত্যাদি।
Capcut এর প্রিমিয়াম ফিচার গুলো জেনে নিন!
- অটো-রিয়েল টাইম ট্রান্সক্রিপশন
- অটো ক্যাপশন জেনারেশনঃ CapCut প্রিমিয়াম ইউজার রা ভিডিওর অডিও বা ডায়লগ থেকে অটো ক্যাপশন তৈরি করতে পারেন। এতে করে আপনার সময় বাঁচবে এবং ভিডিওর সাবটাইটেল খুব সহজে তৈরি করতে পারবেন।
- সাবটাইটেল কাস্টমাইজেশন: সাবটাইটেল স্টাইল, ফন্ট, কালার ইত্যাদি কাস্টমাইজ করতে পারবেন আপনার মন মতো।
নিছে থেকে Download করে নিন ধন্যবাদ
কিছু স্কিনশর্ট দেখে নিন
Rate This Article
Thanks for reading: Capcut Premium Free For Pc- প্রিমিয়াম ডাউনলোড করে নেন পিসির জন্য ফ্রীতে !, Stay tune to get latest Blogging Tips.